মেঘ কালো ঘন মেঘ, এপাশ ওপাশ থেকে ছুটে আসা মেঘেদের জমাট বরফ!
এ বর্ষন ভাসিয়ে দেবে।
কে যে বললে,এ মেঘ আটকাতেই হবে !
আকাশটাকে ঘিরতে ছুটলো।
মেঘ বরফ ভাঙতে হবে, ক্ষমতার গরম আর কাজ করছে না।
আর. জি করের আকাশে জমা এক টুকরো শক্ত মেঘ ছড়িয়ে পড়েছে দেশ দেশান্তরে।
গভীর সমুদ্রের গভীরে জমা বজ্র কঠিন বরফ, বিরাট জাহাজের লোহা যাকে দেখে কেপে ওঠে।
সে বরফ আকাশের বুকে!
কোন গরম আটকাবে?
কোথায লুকাবে শয়তানের শয়তানি ।
ওরা ডাক্তার ,ওরা আগামী প্রজন্ম , ওদের হাতে সোজা মেরুদন্ড !ওদের সাথে কত শত মা বোন ।
ওরা বিচার চাই, ওরা বাঁকা মেরুদন্ড সোজা করতে চাই!
এ লজ্জা কোথায় লুকোবে ?