চলো আজ নিজেকে নিয়ে ভাবি,চলোএকটু  নিজেকে খুঁজি !
আমরা সবাই অতিথি, শুধু সময়ের হেরফের!
তবু কেন সব কিছুতেই স্হায়ী খুঁজি ?
অস্থায়ী  শব্দে লুকিয়ে কিন্তু কিন্তু ভাব!
অস্হায়ী জীবনে স্হায়ী খোঁজা একেই কি বলে জীবনের ট্রাজেডী ?


চলো আজ নিজেকে নিয়ে ভাবি,চলো একটু নিজেকে খুঁজি!
কোথাও এক অজানা শক্তির সঙ্গে
এক চুক্তিতে আমরা সবাই আবদ্ধ।  
অদৃশ্য  সে চুক্তিতে সব কিছু পরিপাটি করা,  সব কিছু সাজানো!
সবাই আমরা শিল্পী সবাই আমরা রঙের খেলায় মত্ত ।
কত কত রঙ তুলির সাথে কত শত নতুন মুখ,
কত বাহারী ভঙ্গিমা!
তবু কেন সব কিছুর শেষে বার বার মনে হয়,
আজও অন্যের আঁকা স্কেচে রঙ বুলিয়ে চলেছি?
কেন নতুন করে দেখতে ইচ্ছে করে নিজেকে ?


চলো আজ নিজেকে নিয়ে ভাবি, চলো একটু নিজেকে খুঁজি।
কখনো কি ফলের আশা না করে কর্ম করতে পারি না?
একবার, শুধু একবার মনের টানে তুলির সেই টান দিয়ে দেখি না,
সত্যিই পারি কিনা সেই সৃষ্টি করতে।
সে সৃষ্টিতে আমিত্বের অহঙ্কার থাকবে না, শুধু সৃষ্টির আনন্দে  ভরা থাকবে।
এ ভালোলাগা  মনের গভীরে , একান্ত নিজের।
কত বার কত প্রশ্ন নিজেকে করতে চেয়েছি, কিন্তু প্রশ্ন প্রশ্নই  থেকে গেছে ।
শ্রেষ্ঠতের খোঁজে  কত পাহাড় সমুদ্র কত জঙ্গল হেঁটেছি
কিন্তু কখনো জানতে চাই নি , শ্রেষ্ঠ কে?