মাথার উপর শক্ত একটা ছাদ ছিল,
ঝড় বৃষ্টি রোদ জল আগলে রেখেছিল!
একতলা বাড়ির ছোট্ট একটা ছাদ।
জোড়া শালিকের অভিমান,
কাকেদের অভিযান চোখ মেলে দেখেছে!
মন নেচেছে লাউয়ের লতার লতিয়ে ওঠায়!
স্বাচ্ছন্দ্যে কমতি থাকলেও শান্তি ছিল।


মাথার উপর শক্ত একটা ছাদ ছিল,
ঝড় বৃষ্টি রোদ জল আগলে রেখেছিল!  
যৌথপরিবারের ভীতে আগাত হেনেছে ,
নিউক্লিয়ার পরিবারের মায়াজাল!
দোতালা , তিনতলা  চারতলা !
ইমারত বানানোর আশায়,ছাদ ভেঙে
ত্রিপল টাঙিয়ে আশায় বুক বেঁধে উৎফুল্ল!
এিপলের ছোট ছোট ফুটো,আলোতে আলোকময়!
মাথার  উপর শক্ত একটা ছাদ ছিল।
ছাদ ভেঙে,ফুটো ত্রিপলে জল আটকাবে কিভাবে?