বেশ কিছুটা পথ একা হাঁটতে হাঁটতে অভ্যাস হয়ে যায় ।
প্রশ্ন করবে না কিসের অভ্যাস, হাটার না একা চলার?
তুমি সেদিন অনেক ভেবে উত্তরে বলেছিলে,যার যেটা প্রয়োজন!
কৈশোর, সংসার বা গার্হস্থ্য ,সন‍্যাস এবং বান প্রস্ত
ঋক বৈদিক চতুরাশ্রমের চার আশ্রম, অতীতের পথ বয়ে আজও উঁকি ঝুঁকি  দেয ।
রঙ রস গন্ধে তারতম্য অনেক । তবু কোথাও একটা অতীতের সুর বাঁধা।
গার্হস্থ্য জীবনের মুল ধারা আজ অপরিবর্তিত, নানা রঙে! আধুনিকতার স্পর্শ থাকলেও চাওয়া না চাওয়া পাওয়া  এসবের কোন পরিবর্ত নেই।
সন‍্যাস জীবনের ছোঁওয়া আমরা পাই একটু বয়স বাড়লেই !
গুরু কৃপা না থাকলেও ডাক্তারের কৃপায় সন‍্যাসলাভ! লাইফ ষটাইল মডিফিকেশন নামে কত কিছু এক নিমেষে ত‍্যগ করতে হয়।
তুমি অদ্ভুত ভাবে শুনছিলে, কোন উত্তর করোনি ।
সব শেষে শুধু বলেছিলে , সবই তো বুঝলাম বান প্রস্তু কোথায়?
কখন কালো মেঘে ঢেকেছে চারপাশ, দিনের আলো কোথায় লুকিয়ে জানি না, দুর থেকে কোন একজন চিৎকার করে বলছে ,সব কিছু হারিয়ে একাকী এ শহরের বুকে কৎকিটের   জঙ্গলে হেঁটে চলা, এর থেকে বড় বান প্রস্ত আর কি হতে পারে?