ছবি আঁকা দরকার,তুলির টান কাগজে না দিলেও মনের ক্যানভাসে দেওয়া চাই!
রঙের বাহারে রঙিন জগৎ ,সব কিছু আলো ঝলমল
তবু কি অন্ধকারে হারিয়ে যায়?
অন্ধকারের কালো চুরি করে ছবি আকার স্পর্ধা সে কি কম?  
আমরা তো বেহিসেবি না তবে কেন  ঘন ঘন পাল্টে যায ছবি গুলোর অবয়ব!

ছবি আঁকা দরকার,তুলির টান কাগজে না দিলেও মনের ক্যানভাসে দেওয়া চাই!
যে শিশুটি জন্মে সব হারিয়েছে ,
ফুটপাতের জীবন যার প্রতিদিনের ছবি,সেও তো ছবি আঁকতে চাই !
সেও তো ধরে রাখতে চাই মুহূর্তের সবটাই।
ওকে যে এগোতে হবে , ছবি তার এগিয়ে চলার প্রেরণা।

ছবি আঁকা দরকার,তুলির টান কাগজে না দিলেও মনের ক্যানভাসে দেওয়া চাই।
আমি ভালো নেই একথা ঠোঁটের ঢগায়!
প্রতিদিন প্রতি মুহুর্ত  সে কি ছবি আঁকতে পারে না।
সেকি রঙের সাথে রঙের মিশ্রনে নিজের ভালোলাগা মেশাতে পারে না!
রঙ কোথাও কি ফিকে হয়ে যায়?
তবু থামা যাবে না,ছবি আঁকা চাই!
কখনো ছবি আঁকাতে আপস হবে না,সত্যি কি দেরী হয়ে গেল!
আরও অনেক অনেক আগে ছবি আঁকা দরকার ছিল?