এ ছবি আমারই তোলা
তোমাদের জন্য তুলেছিলাম একথা বলেছি,
কিন্তু ওকে ভুলি কিভাবে, হয়তো ওর জন্যই এ ছবি!
ছবির ফেসবুক পোষ্টে তোমার কত সুন্দর কমেন্ট দেখলাম,
উত্তরে আমিও ধন্যবাদ জানিয়েছি।
আমি জানতাম এ ছবি তোমাদের ভালো লাগবে
আমার হাতের ক্যামেরাটাও বেশ ভালো ছিল!
তখন দিনের আলোতে আকাশ পুরো নীল,
কোথাও এক টুকরো মেঘ নেই!
গাছ গুলো কি সুন্দর সবুজ ঝকঝকে চকচকে ,
দুর থেকে একটা পাহাড় দেখা যাচ্ছে ।
তোমরা আমার দেখার কত প্রশংসা করেছো।
দেখেছো তোমরা আমার ছবিতে কত কিছু দেখলে
কিন্তু গাছের ডালে ছোট্ট পাখির বাসাটি দেখলে না!
সেটি ভাঙা বাসা ও বাসাতে কেও থাকে না,
তাই কি এড়িয়েছো?
তোমরা নিশ্চয় গাছের ডালে বসে থাকা পাখিটিকেও লক্ষ্য করোনি?
আমি লেন্সে চোখ দিয়ে স্পষ্ট দেখেছি
কালো রঙের এক পাখি, সঙ্গিহারা একা।
ও নিশচয় কাক হবে ,
শুনেছিলাম কাক নাকি দ্বিতীয়বার সঙ্গি খোঁজে না।
সে পাখি এক মনে সেই ভাঙা বাসার দিকে তাকিয়ে!
সে কি কিছু খুঁজছে?