ক্ষমতার টুকটুকে চাদরে মোড়া তোমার শরীর,
চারপাশের সবটাই কি সুন্দর দেখাচ্ছে ।
কত ভালো কথার ফুলঝুরি
কত তোষামদের মলয় বাতাস!
কত দেখা বোঝার চোখে পটটি পড়ানো ।
কত জানা বোঝার সলিল সমাধি!
তবু বলতে হয় ভালোই আছি !
সভ‍্যতার রঙিন মোড়কে সব কিছু কত সুন্দর
কত বাহারি ,
আলো ঝলমলে চকচকে।