সেদিন দেশ তোমার চোখে আগুন দেখেছিল,
তুমি বীর বিপ্লবী যতীনদাস ।
তোমাদের লড়াই আজও ইতিহাসের পাতায় জ্বল জ্বল করে।
কারা যেন বলছিল,ওদের নিয়ে কিছু একটা লেখা দরকার!
তুমি হাঁসছো।
বিপ্লবী তুমি অবাক কেন,এমনটি হবার কথা কি ছিল না?
ওদের নিয়ে কত কিছু বলার ছিল ,
তুমি চুপ কেন?
সেদিন জেনেছিলাম বলতে না পারলেও,
মানুষ বিদ্রোহের আগুনও জ্বালতে পারে!
ওরা প্রচার চাইনি ।
এরা অনেক অনেক প্রচার চাই!
এদের, প্রচারের আলোতে কত রঙিন দেখায়!
এরা আন্দোলন করে , সংগ্রাম করে, এরা অনশনে বসে
কত রঙিন পাতা এদের জুড়ে !
আজ বিপ্লবী যতীন দাসের জন্ম দিন,
সে ৬৩ দিন অনশন করে জেলখানাতেই প্রান বিসর্জন দেন।
তোমাদের কত আলো ,
ওনার জন্য একটু আলো কি চাইতে পারি না?
মহা বিপ্লবী তুমি হাঁসছো,বিপ্লবী যতীন দাস তোমাকে প্রণাম।