কবি তোমার কবর জড়ানো গাছের,ঝড়াপাতা গুলো ধুলোয় লুটোপুটি খাচ্ছে
ওরা তোমাকে ছাড়তে চাইনি,ওরা তোমাকে জড়িয়ে বাঁচতে চেয়েছে!
কবি তুমি কাঁদছো ? তোমার চোখের কোনে জল!
কবি তুমি শুকনো পাতার ভিতরে সুরের ছন্দ খুঁজে পেয়েছো,
ওরা ঠিক তোমার কবর জড়িয়ে ধুলো কনা মেখে,
তোমার প্রিয় গানের সুর শোনাবে ।
কবি তুমি ঘুমিয়েছো, কত শান্তি
তোমার চারপাশ বড্ড নিরব, অদ্ভুত শান্ত!
গাছের ডালে পাখিরা সজাগ ওরা কত আস্তে কথা বলে,
শুধু দুরথেকে ভেসে আসছিল কোকিলের শব্দ।
কবি তুমি কি শুনতে পেয়েছো কোকিল তার সবটা উজার করে সুর ধরেছে !
এতটুকুও কার্পণ্য করেনি।
কবি তোমার সমাধিতে , আমি যাযাবর আমি ভিনদেশী।
তোমার সমাধির মাটিতে সে কোন চেনা স্পর্শ খুঁজে পাই।
কত যুগ ধরে তুমি একই ভাবে আমার হদয় জুড়ে।
আজ তোমার জন্ম দিনে তোমার মাটিতে প্রণাম ।
কবি তোমার কাব্যের আগুন,তোমার সেই বিদ্রোহী চেতনা আমাকে আজও বাঁচিয়েছে , আমাকে হারাতে দিইনি।
তুমি কখনো অন্যায়ের কাছে মাথা নোওযাতে শেখাও নি, তুমি সাম্যের কথা বলেছো, তুমি ভালোবাসার কথা বলেছো তুমি সম্প্রিতির কথা বলেছো
তুমি আমার গর্ব ,তুমি আমার অহঙ্কার, তুমি আমার চলার পথ।
তুমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
কে বলেছে তুমি নেই, কে বলে তুমি দুরে চলে গিয়েছো?
আমাদের চিন্তা চেতনার গভীরে তুমি আজও একই ভাবে আছো !তুমি ছিলে, তুমি থাকবে,আমার শ্রদ্ধার আসনে,আমাদের মাঝে প্রতিদিন প্রতিমূহুর্ত।