ঘুম ভাঙা চোখে দেখেছি সে স্বপ্ন,
এক রঙিন  আলোতে মোডা বাহারি রঙের খেলা!
ভোর কোথায়,রাত তখন গভীর!
দুর সমুদ্রের বাতি ঘড়ের মিটমিটে আলো শতাব্দী প্রাচীন অস্তিত্ব বয়ে চলেছে !
ওর কোন বিরাম নেই ,না আছে কোন ছুটি!

ঘুম ভাঙা চোখে দেখেছি সে স্বপ্ন ,
এক রঙিন আলোতে মোডা বাহারি রঙের খেলা!
পর্তুগিজ, ডাচ ইংরেজ কত কত নাবিকের প্রানপন লডায়ের  নিরব স্বাক্ষী, সে বাতির মিটমিটে আলো!
কত নাবিকের পথের দিশা।
কত বার  রাতের আঁধারে তোমার  মুখ খুঁজেছি  সে  আলো চোখে নিয়ে।

ঘুম ভাঙা চোখে দেখেছি সে স্বপ্ন ,
এক রঙিন আলোতে মোডা বাহারি রঙের খেলা!
মেঘ হিন আকাশে কোথায় লুকিয়ে তারারা,বন্দি বাঘের গর্জন উঁচু উঁচু ঢেউয়ের !
বাতি ঘড়ের দেওয়ালে আছডে পড়া  ঢেউয়ের প্রতিবাদ কোন ভুক্ষেপ নেই বাতি ঘড়ের আলোর!
কত দুর সমুদ্র থেকে অজানা নাবিক আজও তার দিকে তাকিয়ে , তাই সে নিশ্চুপ ?