বড়রা অনেক অনেক বড় হয়ে গেলে কেমন যেন ছোট্ট হয়ে যায় !
আবার যেন ছোট্ট শিশু ।
ভয় ভয় মুখ এই বুঝি অঙ্ক করতে বসিয়ে দেয়, নয়তো নামতা মুখস্ত !
আরও কত কি…
বড়রা অনেক অনেক বড় হয়ে গেলে কেমন যেন ছোট্ট হয়ে যায়!
আবার যেন ছোট্ট শিশু।
কত পথ হাঁটা কত ঘটনা কত রঙ্গ তামাশা !
সব কিছুই এক সময় মুল্যহীন বৃথা ।
হিসেব নিকেষ পাওনা গন্ডা কোনও কিছুর কোনও প্রয়োজনীয়তা বোধ হয না।
শিশুর মত শুধু কান্না পাই!
বড়রা অনেক অনেক বড় হয়ে গেলে কেমন যেন ছোট্ট হয়ে যায়!
আবার যেন ছোট্ট শিশু।
কত ঘড বাড়ি দুমরে মুসরে ভাঙা মানুষটি আজ হাড় ভাঙার শব্দে আতকে ওঠে।
অবাক চোখে তাকিয়ে হারিয়ে খুঁজে নিজেকে ।
সত্যিই কি কোনদিন বড় হতে পেরেছি?