ঢাকের কাঠি পূজোর বাদ্যি, আশ্বিনের মন মাতাল পাগল হাওয়া!
সব কিছু একই আছে  তবু মনের কোনে কিছু একটা চাওয়া!  
কত আলো কত  কথা ,চারপাশ মানুষের ভীড়ে ঠাসা  তবু এত শূন্যতা। কিছু একটা চাওয়া!

ওদের ঘডে আলো জ্বলে নি, নেই নতুন কাপড়ের গন্ধ শুধু উদাস নয়নের অপলক চাওয়া !
কত প্রশ্ন তীব্র ফলার মত বুকে বেধে ,  বারৎ বার বিচারের আশায় বুক বাধে কত  প্রত্যাশা !
পঞ্চমীর সকাল , শিউলি ফুলের মাটির বুকে শুয়ে  মিটমিটিয়ে  হাসা।
কলা বৌয়ের স্নান, ষষ্টির সন্ধ্যা আরতি , সপ্তমীর আলো ঝলমলে দুপুর , অষ্টমির  সন্ধি পুজো মন কোথায় হারিয়ে যায়।
নবমির সন্ধা পুজো শেষের বার্তা!
দশমীর সকাল তখন মায়ের বিদায় বেলা  , কত কথা জমা তবু কি  সব বলা যায়!

শুধু একটা কথা বলি  সামনে বছর আবার এসো।
আর কোন মানুষ রুপি অসুরের তাণ্ডবে যেন ক্ষতবিক্ষত হতে না হয়।
সে সময় খুব খুব আনন্দে মেতে উঠবো সবাই, প্রান ভরে নতুন কাপড়ের গন্ধ নেব।
বল দুর্গা মাই কি জয় , বলো আসছে বছর আবার হবে ।