সাহেব কিছু মনে করবেন না,
না বলে আর যে থাকতে পারছি না!
আপনার ডান কানে আপনি কম দেখছেন!
সব কিছু স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন না,তাই কি সিদ্ধান্তের এত ভুল ।  
আমি জানি আপনি বিরক্তি নিয়ে বলবেন ডান কান ঠিক না চললেও বাম কান তো ঠিকঠাক চলছে!
না সাহেব ,বাম  কান প্রেম পিরিতি এসব দেখছে  মন যোগ দিয়ে ।
বাড়তি কিছু দেখার  সময় কোথায়?
আমাদের দেখা বোঝার ফুরসত নেই ও যে ক্লান্ত,বিধস্ত।

এটাও জানি এবার উনি বেজায় চটে দুর করবে আমায়।
তবু সাহেব না বলে কি থাকতে পারি?
ক্ষিপ্ত হয়ে চিৎকার চেচামেচি শুরু ,সাহেব তোমার ভাষায় কোন লাগান থাকলো না।
শব্দ দুষনে ম ম করছে চারপাশ! শ থেকে …কত কত উচ্চারণে ফুল ফুটছে!
এক সময ক্লান্ত হয়ে,এলিয়ে পড়লে চেয়ারে।
একমনে কিছু একটা ভাবলে!
আকাশের মেঘ ভেঙে বৃষ্টির ভান্ডারে আর ছিটে ফোটা নেই ।
ঝড়ে এলোমেলো পাখিগুলো ভেজা শরীরে একমনে ভাঙা বাসায় তাকিয়ে।
রাতের  মিটিমিটে আলোয় তুমি নিজেকে নিজেই প্রশ্ন করে বসলে ,
সত্যি কি তোমার দু চোখ বন্ধ ?
তুমি আক্ষেপ করে বলবে,
সত্যিই তো অন্যের শোনা কথা,তোমার দেখায় পরিনত হয়েছে।
একেই বলে কান দিয়ে দেখা !