রাত বেশ গভীর , প্রতিদিনের মত স্বাভাবিক ডিউটি ব্যস্ততা সবই একই
হাসপাতালের এর্মারজেনসি এবং ওয়ার্ডে কত জটিল রোগী, কত কাজ।
রাতের খাবার শেষ করে একটু বিশ্রাম দরকার।
কিন্তু এ কোন যন্ত্রনা আমারই অতি পরিচিত সেমিনার হল , এখানেই এভাবে !
ওদের মুখ গুলো কি ভয়ঙ্কর দেখাচ্ছে, মানুষের এ রুপ ছিঃ!
আমার শরীরটা ওরা ছিন্ন ভিন্ন করেছে,ওরা হিংস্র পশুর থেকেও ভয়ঙ্কর।
ওদের শয়তান বলে থামা যায় না।
ওরাই বুক ফুলিয়ে , দাপিয়ে বেড়াচ্ছে !
ওদের কত প্রভাব কত প্রতিপত্তি।
ওদের লালন পালন করে ভদ্র বেশি কিছু সুযোগ সন্ধানী মুখোঁশধারি।
নিতী নৈতিকতা শিকেয় তুলে চলো কিছু কামিয়ে নি,
এই আদর্শের নামাবলি পরে ওরা বেশ ভালোই চকচকে!
ওরা ক্ষমতার দম্ভে দাম্ভিক , ওরা দুর্নীতির অভিনব পদ্ধতির উদ্ভাবক ।
ওদের সামনে কথা বলার সাহস দেখাবে কে , ওরা রাজ শক্তিতে বলিয়ান
ওরা জানে ওদের টিকি ছোঁয়ার স্পর্ধা দেখাবে না প্রসাশন !
ওরা এক সাথে কত গুলো শয়তান জুটিয়ে যা খুশি করবে, এ ছাড়পত্রে সিলমোহর দেবার ভদ্র বেশী লোভি উচ্চ পদাধিকারির অভাব হবে না।
এরা কিছু উপরি পাওনার বিনিময়ে অতি সুন্দর হ্যাঁ তে হ্যাঁ মেলাবে।
ওদের জন্য কিছু বলার ভাষা নেই!
কিন্তু আজ , আমার জন্য কত কত মানুষ রাস্তায় ।
এ মানুষ গুলোর অনেকেই কোন দিন আমার পরিচিত ছিল না।
তবু আজ রাতের অন্ধকারে ওরা আমার ছবি বুকে আগলে প্রতিবাদের মঞ্চে ওরা শুনতে পাই আমার যন্ত্রনা , আমার চিৎকার !
এরা রাস্তায়,এদের প্রতিবাদ কোন গণ্ডিতে আবদ্ধ না।
তাই এরা চিৎকার করে বলে রাতের অন্ধকারে আমার মা বোন বন্ধুরা ঘুরবে এ শহরের সব রাজপথে ।
দেখি কোন শয়তান চোখ তুলে তাকায়! লক্ষ লক্ষ আমরা রাস্তায় আছি।