শিশু দিবসে তখন, ঝকঝকে আকাশ,
হালকা শীতের মন ছোওযা !
গঙ্গার পার ঘেঁসে বয়ে চলা নৌকায় একাকী মাঝি সুর বেঁধেছে।
কাক, কোকিল সবাই নিশ্চুপ, ওরাও কেমন শ্রোতা হয়েছে।
আমার ছোট্ট শিশু তার ছোট্ট ছোট্ট বন্ধুদের নিয়ে কেমন প্রাণখুলে হাসছে!
কত ভালো মন্দ খাবারের গন্ধে ম ম করছে চারপাশ।
কত কত আয়োজন , ওদের দাঁতে সে শক্তি নেই , নেই সে বল ।
কিন্তু মন?
হঠাৎ মোবাইল বেজে উঠলো, আই এস ডি কল, না ধরে উপায় নেই।
ফোনের অপর প্রান্ত থেকে জিঙ্গাসা , ‘বাবা তুমি কেমন আছো, কোথায়” ?
খুব ফুরফুরে মেজাজে উত্তর ছিল,আমি আমার পঁচাত্তর বছরের ছোট্ট শিশুর সাথে,
ছুটি কাটাচ্ছি কলকাতায়!
আজ শিশু দিবস , তাই !
চিৎকার করে আমার বিদেশে কর্ম রত একমাত্র মেয়ে বললে,” হাউ লাকি ঠামমি..।”