ভাঙ্গা গড়ার খেলা, ভাঙতে পারি হামেশাই  
এদিক ওদিক না তাকিয়ে চোখ বুঝেও ভাঙা যায়।
কিন্তু গড়া ? সে এক কঠিন কাজ।
বাঁশ লাঠি সবকিছুই লাগাম ছাড়া , ভাঙার খেলায় মত্ত !
সবকিছুতেই নতুন কিছু চাই ,মনের ক্ষিদে লুকিয়ে
হাত ভাঙা যায় পা ভেঙেছে!
তবু কি মন ভরে  না,মনের কোনে কোথাও লুকিয়ে গড়ার প্রবল ইচ্ছে ।

ভাঙ্গা গড়ার খেলা, ভাঙতে পারি হামেশাই
সেই কোন ছোট্ট বেলায় এক পুতুল ভেঙ্গে ছিলাম,
কতবার কত ভাবে জোড়া লাগাবার চেষ্টা করেছি, পারিনি তো!
কত পাহাড় ভাঙার শব্দ শুনেছি, ধুলোয় আকাশ ঢেকেছে
চোখের সামনে সবুজের হাহাকার।
তবু তো পারি নি ,টুকরো গাছের ডালকে জোড়া লাগাতে।

ভাঙ্গা গড়ার খেলা  ভাঙতে পারি হামেশাই
সমুদ্র পাড়ে এলোমেলো ঢেউয়ের সাথে,
কত প্রশ্ন ছুড়ে দিলাম নীল আকাশের গভীরে।
কত শব্দ মিলে মিশে একাকার সমুদ্রের ঢেউয়ে।
কত টুকরো টুকরো ঢেউ আছড়ে পড়েছে সমুদ্র পাড়ে ।
কত চেষ্টাই না করেছি ভাঙা ঢেউকে জোড়া লাগাতে।
আবার ওদের সমুদ্রের বুকে তুলে দিতে চেয়েছি।
প্রশ্ন করোনি তো, পেরেছি কি!
বহূযুগ ধরে কাঠামোর খড়ে মাটির প্রলেপ এঁটে চলেছি!
কত বার কত ভাবে গড়তে চেয়েছি , আজও পারি নি!