ঝড়ের লহমায় দুলতে থাকা জাহাজের প্রতিটি অঙ্গে তীব্র যন্ত্রনা ,তবু থামা যায় না!
এও এক অদ্ভুত প্রতিযোগিতা,
সবাই ছুটে চলেছি !কোথায় যাচ্ছি , কেন যাচ্ছি
এই ছোটার শেষই বা কোথায় এসব ভাবনারও সময় নেই।
সবারই একই কথা গতি,গতি আরও গতি ,
থেমে যাওয়া মানে সব শেষ।
এ কোন লড়াই ! সবাই আমরা প্রথম হতে চায় ।
কিন্তু ছূটতে ছুটতে ভুলেই গিয়েছি প্রথম একজনই হয়!
সবাই আমরা ভালো হতে চাইলে ক্ষতি কি?
সবাই আমরা নিজের মতো, সবাই আমরা নিজেকে নিয়ে ব্যাস্ত!
আমরা শ্রোতা,আমরা বড্ড চুপচাপ।
শোনা আমাদের একমাত্র কাজ, মনোযোগে কোন খামতি নেই!
কিন্তু বলতে পারি না কিছুই , বলা মানেই কি ভাবনা?
নিজেকে দেখার কত পথ , তাই দেখার আনন্দে হারিয়ে ফেলি লক্ষ্য।
সেদিন সবাই হারিয়ে গিয়েছিলাম ,কেউ কাছে ছিল না।
সেদিন গরমে হাসফাস করতে করতে জল চেয়েছিলাম
তোমার দরজা বন্ধ ছিল, কেউ ঘরে ছিল না।
সেদিন সবাই কিছু একটা ভেবেছিল, কি ভেবেছিল বলতে পারোনি!
সবকিছুর মাঝে ‘গতি’ একমাত্র লক্ষ্য ,
তাই কি প্রতিদিনের অনেক জানা-বোঝা সত্ত্বেও কত কত অজানা?
এ এক না জানা না বোঝার প্রতিযোগিতা !
এই দৌড়েও কি প্রথম হওয়া চাই? না, এবার একটু ভাবতে হয়!