চুক্তিতেই আবদ্ধ আছি,সবার সাথেই ছোট বড় কিছু একটা চুক্তিতে বাঁধা!
নতুন কোন ভাবনা আসে না,
জল বাতাস খাদ্য ওসব যোগান দেবে প্রকৃতি, চুক্তি এটাই বলে।
নিম গাছটি অনেক প্রতিবাদ করতে পারে, অভিমানের
কারণ আছে, সত্যি ওর প্রতি লক্ষ্য নেই।
কিন্তু বাতাস থেকে বঞ্চিত করবে না, নিমের হাওয়া রোগ সারাই।
এটাই চুক্তির লেখা!
শিশুর সাথে মায়ের চুক্তি,মা ভরসা দেবে
ভয় কিসের সমস্ত শক্তি দিয়ে হাত পা নাড়ে শিশু!
এই বুঝি সব ভেঙে চুরমার করে ছাড়বে ।
মা নিবে ওর মিষ্টি হাসি একেই কি বলে গিভ এন্ড টেক?
ওর নরম হাতের ছোঁয়া সেটা কি কম?
সম্পর্কের দেওয়া নেওয়া সবটাই চুক্তির আওতায়?
চুক্তি মানেই আইনের কতগুলো কঠিন শব্দ,নিঃসার্থ ব্যাপারটাই নেই।
এটা হলে এটা এমন হবে,এর বাইরে ভাবার নেই।
তবু চুক্তি ছাড়া উপায় নেই!
সবাই আমরা কোথাও অদৃশ্য একটা চুক্তিতে বাধা।
সকালে উঠে সারাদিনের কত কাজের তালিকা নিয়ে যে মানুষটি রাস্তায়,
হঠাৎ একটা গাড়ি পিষে দিয়ে গেল!
বাকি কাজ বাকি,এভাবেও চুক্তি শেষ হয়।
আবার কত কত খারাপের পর ভালো কিছু উকিঁ দেয়,এগিয়ে যায় সামনের পথে!
এভাবেই কি খুঁজে নিতে হয় চুক্তিপত্রের শেষ পাতা?