সালাতের  ডাক

আয় ছেলেরা আয় মেয়েরা
নামাজ পড়তে যায়।

নামাজ ছাড়া ওপারে গিয়ে
কোনো লাভ নেই।।
চলো নামাজ পড়তে যায়।।

রাস্তা ঘাটে আড্ডা বাজি মদ গাজার ছড়াছড়ি ।

ফেসবুক ,হোয়াটস  অ্যাপ , মেসেঞ্জার  টু ই  টাই রে পড়ে থাকি সব সময়।
নামাজ পড়ার সময় কোথায়?

আল্লাহ কে করো যদি ভয়,
কাজের ফাঁকে একটু খানি
সময় করো  ব্যয় ।।

অশ্লীলতা ছেড়ে দিয়ে ভালো হয়ে যায়।।
নাজাত পাবে আখেরাতে ধৈর্য ধর তাই।।

মোমিন মুসলিম ভাই ভাই মানো কি হায়!
ঈমানের দাওয়াত  দিতে ভুলনা সদায় ।।

পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন।
এসো সবাই নামাজ পড়ি
গড়ি  সুন্দর জীবন।।।