রাফান রাফান ডাকছে মায় ,,
রাফান গেছে চাঁদের নাই
ও রাফান তুই চলে আয়
মায়ের আঁচলে মুখ লুকায়।।
দুধের বাটি রাখছি হাতে,,
কে খেয়ে যাবে বিড়ালটি ভয়ে,
থাকিস না তুই অভিমানী হয়ে ।।
বেড়াল ছানা টিও,তোর জন্য আজ কান্না করে।
মায়ের কোল টা আলোকিত করে ।
রাফান সোনা তুই আয় না ঘরে ফিরে।।।