এলো বৈশাখ জ্যৈষ্ঠ মাস,,
মেলার পাখির কিচির মিচির ডাক।।।
ইলিশ মাছের পেটি আর পান্তা ভাত।।
কাঁঠাল এর গন্ধে রই রই করে
জ্যৈষ্ঠ মাসের আমের অমসর্থে ,,
আষাঢ় শ্রাবণ এলো ভাই,
আষাঢ় মাসে ঢল নামবে
ব্যাঙ ডাকে ঘাঙ্গর ঘ্যান।
চারদিকে পানি করে থৈ থৈ
মাঝিরা ডোবায় ধরে শিং কৈ?
ভাদ্র আশ্বিন মাসে তাল পাখে
খেজুর রস গাছের পাকে
ভাপা পিঠা মায়ের হাতে
ভাদ্রের ট্রে কাটতে
নতুন জামাই বউ আসে
কার্তিক মাসে নবান্ন উৎসব
আমন ধান তোলে ঘরে
অগ্রায়ন কে ঘিরে যায় কেটে
নতুন মেহমানের আগমনে।।
পৌষ মাসে উষ্ঠোদয়ে , শীতের কাপড় গায়ে
মাঘ মাসে কাপে থর থর করে
উষ্ণ গরম লেপের নিচে
কেউ বা অগ্নিজ্বালিয়ে তাতে হাত ছ্যাকে
চা গরমের ফাঁকে।।।
ফাল্গুনের বাদল হাওয়ায় দোলা দেই আমার প্রাণে।।
পহর শেষে আলোয় রাঙ্গা
এলো চৈত্র মাস
তোমার চোখে দেখে ছিলাম আমার সর্বনাশ
এভাবে কেটে যাবে আমার বারটি মাস।।।