কলসি কাঁখে কেশবতী
জল ভরতে যায়
রাজিয়া রিয়া নাম তার লক্ষীকোলা গাঁ
রাঙ্গা পায়ে হেলে দুলে
যখন সে যায়
চলার সময় বাঁকা ঠোঁটে মুচকি হাসি
একটু পিছন ফিরে চায়,
ওই হাসিতে মুক্ত ঝরে
আমি পাগল পাগল প্রায়
হরিণীর মতো চোখ দুটি তার কি যে মায়া ভরা,,
এক দেখাতে পড়েছি প্রেম এ
নেইতো বাঁচার উপায় ।।
কলসি কাঁধে কেশবতী
জল ভরতে যায়।।
হাতে তাহার কাচের চুড়ি ,
পরনে নীল শাড়ি।।
কপালে লাল টিপ দিয়েছে
ভুরু দুটি আড়া আড়ি।
চিড়ল দাঁতের হাসি দিয়ে
সে করলো মনটা চুরি।।