তুমি ক্লান্ত হয়ে আসো যদি নীড়ে
সহস্রাধিক ভালোবাসায় দেবো ভরিয়ে।
যদি চাও-
আবার চলে যেতে
দেবোনা বাঁধা কভু তোমাকে
শুধু আমার আকাশ জুড়ে ,
সন্ধ্যা তারা হয়ে জলো মিটি মিটি করে ।
তাও যদি না পারো–
তবে মেঘেদের ডানায় উড়ে এসো
মেঘের দেশে প্রেমের বাড়ি গড়েছি
তোমায় নিয়ে মুগ্ধতায় ভাসবো বলে।
তারার ভিড়ে আমার চাঁদ দেখা হয় অন্তরালে
বৃষ্টি হয়ে নামো তুমি আমাকে ভিজিয়ে দিতে!
যদি তাও না পারো–
তবে শেষ বিকেলে সাঁঝের বেলা
এক শহর ভালোবাসা নিয়ে এসো!
আমি চাতক পাখির ন্যায় চোখ বুজে আছি
শুধু তোমার অপেক্ষায়?