বৃষ্টিস্নাত দিন

বৃষ্টি ভেজা সকালে এক মগ কফি চুমুকে টিনের চালে টিপ টপ  শব্দে
মন হারিয়ে যায়।।

মায়ের হাতে খিচুড়ি আলু পস্তা ডিম ভাজি
কাথা মুড়ি হেড ফোন কানে গুঁজে
রবি ঠাকুরের গান শুনি।।

পাখির নীর ভেঙ্গে পড়াই ডাকছে তারা কিচির মিচির
এর ফাঁকে বলি উঠি,,

সজনী! তোর অঙ্গে ফুলের বাস!
ফুলের মতই হাসিস!-- ও তুই
ফুলের মতই চাস!

কোন দেবতাদের কুঞ্জ বনে
ছিল্লি  গো তু কোন ভুবনে,
কোন রজনীগন্ধা তুমি
ফেলাও নিশ্বাস।

মাঝে মধ্যে মেঘের গর্জনে বিদ্যুৎ চমকে।।
দখিনা হাওয়া বয়  ঝড়ের বেগ বাড়ে।।

আমিও ভাবনার অতুলে ডুবে যায়
শহর জুড়ে বৃষ্টি নামুক"
তুমি খুঁজে নিও ঠাঁই..!

দুজনে পাশা  পাশি ভিজবো
কোনো এক  বৃষ্টি ভেজা সন্ধ্যায়,,

প্রতিটা বৃষ্টি কণায় লেখা থাকুক"
শেষ অবধি তোমাকে চাই।