জন্ম নিয়েছি মায়ের বুকে
এটা আমার গর্ভ
হাঁটতে শিখিতে বুঝে গেলাম
মা আমার স্বর্গ।
মা আমাকে শিখিয়ে দিল
পারবে তুমি বেটা
ব্যঞ্জনবর্ণ,স্বরবর্ণ পড়তে অনেক মজা।

আত্মবিশ্বাসের পথ চলা শুরু সেদিন থেকে
বাবা বলেছিল মা তোমাকে যে
অনেক বড় হতে হবে।

তোমার মনে ছিল দুর্বল
পারিবে কি তুমি তবে
বিখ্যাতদের নাম স্মরণ করো
ভয় মুছে যাবে ।

রেলওয়ের টিটি ছিল
মহেন্দ্র সিং  ধোনি  
বিকলাঙ্গ হয়েও -মহাবিজ্ঞানী
আমরা তাহাকে জানি।

উনাদের মাঝে খুঁজে পাওয়া যায়
আত্মবিশ্বাসের সুর।
তুমি নিজেকে তৈরি করো
চলো বহুদূর।

লক্ষ্য থেকে কতটুকু দূরে তোমার অবস্থান
লড়ে যেতে হবে শেষ নিশ্বাস পর্যন্ত
যদিও যায় তোমার প্রাণ।

কষ্টের পর সুখ আসিবে
সময়ের মহীতে।
তোমার হৃদয়ে বীজ বুনে নাও
আজ দিবাগত রাতে।

জীবন যুদ্ধে হবনা পরাজয়
      এই মিনতী করি
আত্মবিশ্বাসের পাল্লা
যেনো হয়না কমতি।।