আষাঢ় মাসে বর্ষা নামে নদীর বুকে ঢেউ
চাষির মুখে হাসির রেখা নিত্য অবিরত
অসময়ে গাঁ-য়ের বুকে ঝরে যখন জল
গড় গড়িয়ে ধেয়ে আসে উজান থেকে ঢল
আতঙ্কিত গ্রাম বাসী এলো বুঝি বন্যা
তলিয়ে যাচ্ছে ঘর বাড়ি মানুষ ও তো কম না
হাঁস মুরগি গরু ছাগল আরও আছে পশু পাখি
ঘর শূন্য গ্রাম শূন্য সব দিকে চোখে পরে পানি আর পানি
উঠছে ভেসে লাশ আর শিশুদের কান্না
চব্বিশের এ কেমন ভয়াবহ বন্যা
ফেনিসহ আট টি জেলা ডুবে গেলো ভারত বাসি খুশি
বাঙ্গালী ঐক্য জোটে ত্রাণ নিয়ে করছে ছুটা ছুটি
জীবন বড়ই দুর্বিষহ কখনো ভাসি জলে
দুঃখের ভেলা ভাসিয়ে দিলাম দরিদ্রতার কষাঘাতে
ঘর ছাড়া মানুষ গুলোর জীবন এখন কেমনে যে কাটে
স্বপ্ন গুলো ভেঙ্গে গেছে বন্যার স্রোতে ভেসে !
মায়ার মাটি আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছা করে।।
নতুন দিনের নতুন আশায় তাই মোরা আছি পথ চেয়ে
দুঃখের ভেলা ডুবিয়ে দিয়ে সূর্য উঠবে হেসে
চৌদিকে আবার ছেয়ে যাক ভরে উঠুক সবুজে শ্যামলে