তোমরা কি শুধু
এথেন্সের র্গিজার কথা বলবে
তোমরা কি বলবে না
ফিলিস্তিনের কান্না।
বিকৃত লাশ , বুলেটে ক্ষত দেহ
তোমরা কি বলবে না
আর নিপিড়ন নয়
নয় মরা দেহের পাহাড়
আর দেখতে চাই না
বাবাকে হারানো শিশুর হুংকার।
তোমরা কি শুধু
সেই পরাশক্তির কথা লিখবে
তোমরা কি লিখবে না
সেই রুশ তাড়ানো বীর।
পাহাড়ের কাঠামো, দুর্ভেদ্য প্রাচীর
মাথায় পাগড়ি জড়ানো
মোল্লা ওমর।
রক্তের জমাট ,মুছে নি এখনো
থামেনি ধর্ষিতার চিৎকার
প্রতিবাদের অভাবে ইজ্জত হারাবে
তোমার বোন-কোণে বারবার।
আমি ডাকি , বঙ্গ দেশে
তাজিংডং এ উঠিয়া
আরো ডাকরে মরুভূমিতে
পিড়ামিডেতে চড়িয়া।
ঐ ডাকেতে আয় রে তোরা
মনুষ্যত্বের পাহারাদার
করবো তৈরি নতুন করে
নিরাপত্তার সেই শহর।