এটা আরেক ফাগুন নয়
এটা তৃতীয় ফাগুন।
এ ফাগু‌নে আমরা  দ্বিগুন নয়
অ‌ধিকাংশই এসে‌ছি।
ত‌বে এটা‌কে কি বলব?
৫২, ৬৯, ৮৭ না
এটার একটাই নাম
২৪ শের রক্ত মি‌ছিল।

এ মি‌ছি‌লের মহানায়ক
বাংলার ভবিষ্যত,
যা‌দের বুক বাংলার মান‌চিত্র
আবু সাঈদের ম‌তো বীর।

এ মি‌ছিল চল‌বে,পূর্ণ হ‌বে রাজপথ
রাস্তা হ‌বে র‌ক্তের আলপনায় স‌জ্জিত
আমার কা‌ছে এ রক্তই স্বাধীনতা।

আজ বাংলায় চল‌ছে হাহাকার
আজ বাংলা হ‌য়ে‌ছে দুঃখ খামার
তাই জা‌তি হ‌য়ে‌ছি রাজাকার
তোমাকে বল‌ছি স্বৈরাচার।

আজ সব মি‌লে‌মি‌শে, হ‌য়ে‌ গে‌ছে একাকার
বেড়ে‌ছে বাংলায়, জা‌লি‌মের অত্যাচার
কা‌নে বা‌জে সারাক্ষণ, মজলু‌মের ‌চিৎকার
এ দুঃখ ক্ষণি‌কের, আবার হ‌বে মিষ্টি মিছিল।
আমি বি‌দ্রোহী,বিপ্লবী,লাশ গুন‌তে আসিনাই
বিজয় নি‌তে এসে‌ছি।