মন পাখি তুই চল রে লক্ষ্য পথে
সম্মুখ পানে দুইটি পা তুই বাড়া,
চেষ্টাও চালা জীবনে সফল হতে
কভুও হোস্ না আপন লক্ষ্য হারা।
চেষ্টায় যদি থাকতে পারিস তুই
কষ্ট গুলোই গোলাপ হয়ে ফোটবে
পাথরের মাঝে ফোটবে রাঙা জুঁই
জীবনের রবি রঙিন হয়ে উঠবে।
যদি কেউ তোকে অট্টহাসিও হাসে
তবুও যাস নে লক্ষ্যকে ছেড়ে চলে
মানুষ যদিও সফলতা ভালোবাসে
তবুও হয় না পাছে লোকে কী যে বলে।