দিন আনি দিন খাই
আমি দিনমজুর ভাই,
ভাগ্যগুণে মেয়ের বাবা হলাম,
লেখাপড়ায় মানুষ করলাম।
দিনেদিনে মেয়ে আমার
বড় হলো যখন,
বিয়ে দেয়ার চিন্তা আমায়
তারা করে তখন।
পাত্র ভালো শিক্ষিত সে
কোনো অংশে কম নয়,
এমন একটা ছেলে যদি
মেয়ের জামাই হয়।
ছেলের বাবার অনেক টাকা
তবুও যৌতুক চায়,
আমার তো ভাই যৌতূক দেয়ার
নাই কোনো উপায়।
অবশেষ ভেবে নিলাম
বন্ধক রাখবো বাড়ি,
মেয়েটা আমার সুখে থাকুক
হোক সে সংসারী।
এসব কিছু দেখে মেয়ে
বলল শেষে, না,
যৌতুক নেয়া ঘরে আমি
বিয়ে করবো না।
যে ঘরে বিয়ের আগেই
যৌতুক প্রথা রয়,
এমন ঘরে মেয়ে তোমার
ক্যামনে সুখি হয়?
নিজের পায়ে দাঁড়াই আগে
পরে করবো বিয়ে,
দেখবে বাবা কেমন সুখি
হয় তোমার মেয়ে।
১২/৭/২০১৮