ভুল জীবনে একবারই হয়,
বারবার যা হয় তা তো আর ভুল নয়।
মিছে কেন তারে ডাকা
অকারণে চেয়ে থাকা।
এ যে ভালোবাসা নয়
শুধুই ভালোবাসা-বাসির অভিনয়।
ফিরে যাও সেই চেনা পথে
তোমার প্রিয়ার সাথে।
যেখানে ফেলে এসেছ তারে,
পুরোনো স্মৃতি কড়া নাড়ে।
তুমি শুধুই তার,
যে ছিল তোমার।
বেখেয়ালি মনে দেখা হয়ে ছিল,
অবচেতনে যায়গা চেয়েছিল।
ভুল ছিল যা কেবলি আমার,
মুক্তো তুমি স্বাধীনতা তোমার।
আমি ভুলে ভুলেই পথ চলছি,
নিজের ভুলেই নিজেই আজ জ্বলছি।
৩০/১/২০১৮ সময় দুপুর ৩:০১