কবিরাতো শব্দ খোঁজে
কবিতা লেখার ছলে,
যতই বলুক ভালোবাসি
তারে কী ভালোবাসা বলে?
তুমি নারী হও বিবাগী
সত্য সবটাই বোঝো,
ছলনার মাঝে ব্যাকুল হয়ে
ভালোবাসাটাই খোঁজো।
ভালোবাসা তো অমূল্য ধন
মনের ঘরে পোষা,
যার প্রেমেতে পরলে তুমি
সে' তো রক্তচোষা।
কত ললনা হয় বর্ণনা
কবির কবিতার ভাষায়,
মূর্খ তারা বুক বাঁধে যে
ভালোবাসার আশায়।
প্রেমিক নামের ভণ্ড পুরুষ
করবে তোমায় লুট,
বিশ্বাসটা ভাঙ্গবে তখন
সত্য হবে ঝুট। ( মিথ্যা )
ভুল করোনা চলতি পথে
ভালোবাসার নামে,
ভুলের মাশুল দিতে হবে
সম্ভ্রমের দামে।
২৭/১০/২০১৮ দুপুর ২:৩৫