যে মেয়েটা কখনোই রাত জাগত না
আজ সে সারারাত জেগে কাটায় কেন,,?
তুমি কি বলতে পারো,,?
যে মেয়েটা মোবাইল ফোনের SMS খুলেও দেখত না,
আজ তাঁর একটা SMS এর শব্দে
ঘুম ভেঙে যায় কেন,,?
তুমি কি বলতে পারো,,?
যে মেয়েটা খাবার না পেলে পুরো বাড়ি মাথায় তুলতো,আজ তার খাবার এর কথা মনেই
পরেনা কেন,,?
তুমি কি বলতে পারো,,?
যে মেয়েটা সারাদিন কাটাতো হাসি আনন্দে গানে
আজ সে নিশ্চুপ একলা ঘরে বন্দি থাকে একা কেন,,?
তুমি কি বলতে পারো,,?
না তুমি বলতে পারো না,
কারন,,
তুমি এসেছো তার জীবন রাঙাতে নয়
এলোমেলো করে দিতে..
ভালবাসা নামের ঝড় টা আজ মেয়েটাকে সত্যি এলোমেলো করে দিয়েছে।
সেই মেয়েটা আজ বড্ড বেশি এলোমেলো
হয়ে গেছে।