কারে আমি মন্দ বলি
কারে বলি ভুল,
কার চরণে দিলাম পুজা
কার চরণে ফুল।
কে আমারে ডাকলো কাছে
কে করল পর,
কার কারণে সব হারিয়ে
নিঃস্ব যাযাবর।
জীবন জুয়ায় পেয়েছি যা
ছিলনা কোনো কালে,
এক দানেতেই সব হেরেছি
ভুল ছিল সেই চালে।
ভুল মানুষ বলব কারে
ভুল নিজেই ছিলাম,
সকল যোগে অভিযুক্ত হয়ে
নিজেই অপবাদ নিলাম।
ভুলে ভুলেই কেটে গেলো দিন
সময় ফুরোলো আরো,
ফলাফল শেষে বুঝলাম নিজে
আমিও ছিলাম না কারো।
মনের ঘরে খুন হলো যে
ছিলাম নিজেই খুনি,
ভুল বিচারক নিজেই ছিলাম
সঠিক ছিলেন উনি।
বিচারক আমি নিজেই দিলাম
নিজের মৃত্যুদণ্ড,
হিসেব নিকেশ ফলাফল শেষ
আমি নিজেই ভণ্ড।
২৩/২/২০২১ সময় সকাল ৭:১৩