আমি দেখেছি তোমার বদলে যাওয়া,
দেখেছি তোমার অবহেলা।
ফিরিয়ে নেয়া দুচোখ দেখেছি,
তোমার চলে যাওয়া দেখেছি।
আমাকে ছেড়ে যাওয়ার নানান বাহানা দেখছি,
ফিরে যেতেও দেখেছি।
শুধু তুমি দেখতে পাওনি,
তোমার যাবার বেলায় ছিল আমার চোখে অশ্রু টলমল।
তুমি শুনতে পাওনি হৃদয় ভাঙার শব্দ,
তোমার চোখে পড়েনি আমি নিঃসঙ্গ।
হাজারও লোকের ভিড়েই দেখেছো আমাকে,
দেখতে পাওনি তবুও আমি একা।
আজ অবেলায় জানতে ইচ্ছে করে খুব,
আমি কি তোমার জীবনে ঝড় হয়ে এসেছিলাম?
না কি আগুন ছিলাম?
যদি কিছুই না হই,
তবে কেন তুমি পালিয়ে বেড়াও?
যদি ঝড় হতাম আমার নামেই লণ্ডভণ্ড হয়ে যেতো তোমার ভিতর বাহির।
আমি তো আগুন নই,
যদি আগুন হতাম তবে তো তুষের মতোই জ্বলতাম তোমার অন্তরে।
আমি তো তোমার অস্তিত্বের কোথাও নেই,
তবে কেন চলে যাচ্ছ নাবিক।
তুমি কি বুঝতে পারোনা,
তোমার নামের প্রদীপ আমাকে আলোর পথ দেখিয়েছে,
কেমন করে নিভিয়ে দাও সে দীপ।
হে পথিক তোমাকে বলি হ্যাঁ তোমাকেই বলছি,
অমন করে আর কারো জীবনে এসো না,
ভুল করেও বলোনা যেনো
ভালোবাসি।
জানো তো,
ভালোবাসি শুধু কয়েকটা Word না,
একটা জীবনের Password ও।