ভাষার জন্য লড়েছেন যারা
তাঁরা কী আর জানে?
হিন্দি ভাষাও ঠাঁই নিয়েছে
বাংলা বাসীর প্রাণে।

বছর ঘুরে একুশ এলো
বাংলা ভাষার টানে,
ফেব্রুয়ারী কী বাংলায় হয়
প্রশ্ন জাগে মনে!

কথায় কথায় বাংলা রেখে
বাংলিশ হতে চায়,
ইংলিশ ভাষার চর্চা করে
বাংলা ভুলে যায়।

কটুবাক্যে খাঁটি বাঙালী
মাকেও দেয়না ছাড়,
একুশ এলেই চেতনায় জাগে
বাংলার অহংকার।

সারাবছর মাড়িয়ে যায়
নানান রকম জুতোয়,
হরেক রকম ফুলের ডালা
নানান রঙা সুতোয়।

আজকের দিন বিশেষ কিছু
ফুল না দিলে কী চলে,
ভাষার জন্য শহীদ যারা
তাঁদের চরণ তলে।

সারাবছর রাখিনি খোঁজ
কার অবদান কতো,
ভাষার জন্য কে মরেছে
কে হয়েছে গত!

ছালাম, রফিক, জব্বার, বরকত
নাম না জানা আরো,
আজকের দিন শ্রদ্ধা জানাই
নাম জানি না তারেও।

ভাষার জন্য জীবন দিলেন
শহীদ হলেন শেষে,
বুলেটের গুলি করলো বরণ
মা'কে ভালোবেসে।

আমরা অজ্ঞ, আমরা মূর্খ
চোখ থাকিতেও কানা,
বাংলাটাকে বাংলিশ করি
সবার আছে জানা।

ভাষার জন্য ঝড়ালো যারা
রক্ত স্রোতের নদী,
এমন দামাল বাংলার ঘরে
জন্ম হতো যদি।

ফিরে পেতাম স্বাধীনতা আমার
সজোরে করতাম চিৎকার,
"ভাষাকে যারা ব্যঙ্গ করিস
তোদেরকে জানাই ধিক্কার"

২১/২/২০২০ সময় সকাল ৮:৩৫