ভালোবাসার খোঁজে
ভালোবাসা ফেরি করে বেড়াই।
দিনের শেষে আমার ঝোলা
শূন্যই পরে থাকে,
আমার আমি কে খুঁজে পাই
রাতের অন্ধকারে
ঘরের কোন এক নির্জন কোণে।
যেখানে আমি আর আমার কস্ট গুলো
একাকার হয়ে মিশে যায়,
কি অদ্ভুত আঁধারকেই আপন মনে হয়
যেন আঁধার শুধু আমার জন্যই এসেছে
দুইয়ে মিলেই গা ভাসিয়ে দেই,
অশ্রু নামক নদীতে।
প্রতিটা রাত এমন কাটে
ভালোবাসার খোঁজে,
ভালোবাসা সে যে মরীচিকা
ধরাছোঁয়ার বাইরে,
তারে খুঁজি আমি এ দ্বার ও দ্বারে
না জানি কোথায় আছে ভালোবাসা,
আমাকে আঁধারে রেখে।
বড্ড বেশী স্বার্থপর আমি
ভালোবাসাকে খুঁজি,
আঁধার আমায় আপন করেছে
নিজের বুকে ঠাই দিয়েছে,
কান্না লুকানোর বুক দিয়েছে।
সত্যি আমি বড্ড বেশী
স্বার্থপর, তবুও
ভালোবাসাকেই খুঁজি।