যদি না বলেই যাওয়ার ছিল, তবে কেন বলেছিলে আরো কিছুক্ষণ থাকো?
যদি নিজেকে আড়ালেই রাখবে তবে কেন খুঁজে ফেরা এই অবেলায়?
যদি নিয়মের শিকল জড়ানো থাকে পায়
তবে কেন বহুদূর যাওয়ার ইচ্ছে জাগে মনে?
যদি নির্ঘুম রাতের সারথি ভাবো
তবে কেন আঁধারে লুকিয়ে ডাকো?
যদি এরই মাঝে সুখ খুঁজে পাও,
তবে যাও, যেথা খুশি হেথা যাও।
কোনো অজুহাতে ফেরাবো না তোমায়
শুভ কামনা রইলো, ভালো থেকো অন্য কোনো সীমানায়।
ভালো থেকো, ভালো থেকো।
২৪/২/২০১৮ সময় সকাল ৬:৪৩