বারুক না-হয়, ব্যথা যন্ত্রণা আরো
হোক না আরো অবক্ষয়।
যাক হারিয়ে যাক, সকল চেনা মুখ
মুছে যাক সব পরিচয়।
ভেঙে যাক খাঁচা, উড়ুক পাখি
বন্ধ হোক যত কোলাহল।
যেথা খুশি যাক, তবু সুখে থাক
ভেতরে জ্বলুক দাবানল।
একে একে হারে, সবাই তো ছাড়ে
কে বা আর থাকে পাশে।
জীবনের ঋণ, শোধ হবে না আর
তোমার পরিচয় হবে লাশে।
কেন তবে জল, ভেতরে অনল
পুড়ে পুড়ে হও খাক।
ভালোবাসো যারে, ছেড়ে দাও তারে
থাক সে সুখে থাক।
যে পাখি হায়, যায় ছেড়ে যায়
সে কি আর বোঝে প্রেম।
চশমার কাঁচ গলে, জল গড়ালেই কী
বন্ধ হবে, থাকা না থাকার গেম।
যাক না যেথা, ভালো থাকুক সেথা
কে বা বেঁধে রাখতে পারে।
ভালোবাসাবাসি ফুরিয়ে গেলেই তো
প্রিয় মানুষ হাত ছাড়ে।
২৪/৬/২০২১ সময় রাত ১:৩৭