এই তুমি,নেই তুমি
কোথায় তুমি,খুঁজি আমি,
তুমিময় অন্ধকার
জীবন করে হাহাকার।
সকল সুখ মনে হয়
তোমাতেই ছন্দময়,
তুমিময় এ জীবন
শূন্যতায় ঘিরে রয়।
নশ্বর জীবনে খুঁজি তোমায়
আলোর প্রদীপ জ্বেলে
যেখানে হারায় স্বপ্নেরা
রঙিন পাখা মেলে।
৭/২/২০১৮ সময় রাত ১০:০০