কবিতায় আজ আর ছন্দ মিলেনা,
তোমার হাসি মুখ মলিন বলে।

আকাশে আজ চাঁদ ও ভাসে না,
তুমি পাশে নেই বলে।

ফুলেরাও আজ অভিমান করেছে,
ফোটেনি তাই বাগিচাতে।

পাখিরাও আজ পালিয়ে বেড়ায়,
আসেনা আর আমার সীমানাতে।

চাঁদের যেমন নিজস্ব কোনো আলো নেই,
আমিও ঠিক তেমনি তুমি ছাড়া অচল।

তোমার একটুখানি সাহস,
আমার অন্ধকারে আলো।

তোমার অবহেলায় আমার,
আলোর ভুবন কালো।

৪/১১/২০১৭