তুমি না থাকলে
কেউ ডাকতো না কবি বলে,
তুমি না থাকলে
কবিতা ঝরতো চোখের জলে।
তুমি না থাকলে
কবিতার রূপ নিতোনা শব্দমালা,
তুমি না থাকলে
শব্দচয়ন বন্ধ ঘরে থাকতো তালা।
তুমি না থাকলে
আমি থাকতাম ভুলের মাঝে,
তুমি না থাকলে
জীবনকে চেনা হত না যে।
২০/১/২০১৮ সময় রাত ১১:০৫