এই তুমি
কই তুমি,

খুঁজি তোমায়
এই আমি,

কই যাও
একা রেখে,

আছি আমি
চেয়ে দেখো,

বাড়াও হাত
ছোঁয়া দাও,

এই আমি
দেখো তুমি,

অন্তর চক্ষুঃ
মেলিয়া,

খুঁজে দেখো
পেয়ে যাবে,

তোমার শুধু হাত
বাড়ানো বাকি।

২০/১০/২০১৭