কত পথ একাই চলেছি
ছিলেনা তুমি
কত রাত বিনিদ্র কাটিয়েছি
আসোনি তুমি
কত বসন্ত লুকিয়েছি অবহেলায়
দেখনি তুমি
কত ছন্দে লিখেছি কাব্য
বোঝনি তুমি
কত সুরে গেয়েছি গান
শোননি তুমি
কত প্রেম এ মনের গহীনে
বোঝনি তুমি
প্রণয়ের শিখায় উত্তপ্ত হৃদয়
সে স্পর্শ পাওনি তুমি
তুমি, তোমাকেই ঘিরে রয়েছি
এই আমি
৭/২/২০১৮ সময় বিকাল ৩:৪৮