তুই কী আমার কষ্ট হবি?
রাত বিরাতে জাগিয়ে দিতে।
তুই কী আমার কান্না হবি?
চোখের তারায় বসত নিতে।
তুই কী আমার নোলক হবি?
অনামা সম্পর্কের নাম দিতে।
তুই কী আমার চুড়ি হবি?
ঝিনঝিনিয়ে মন রাঙাতে।
তুই কী আমার আঁধার হবি?
হিয়ার মাজে মিশে যেতে।
তুই কী আমার ছায়া হবি?
কায়ার সাথে জড়িয়ে নিতে।
তুই কী আমার ছন্দ হবি?
সুরে সুরে গান মেলাতে।
তুই কী আমার কাব্য হবি?
কবিতার বুকে আঁচড় দিতে।
২৭/৭/২০১৯ সময় রাত ৯:১৫