তুঁই,সাগরের বুকে জেগে ওঠা
একখণ্ড দ্বীপ,
তুঁই, আকাশের গায়ে হেসে ওঠা
প্রিয়ার কপালে টিপ।
তুঁই, নীল সাদার মাঝে
মেঘের ঢল,
তুঁই, পাহাড়ের বুকচিরে নেমে আসা
বিশুদ্ধ জল।
তুঁই, দিগন্ত মাঝে সবুজে সবুজে
ছেয়ে যাওয়া প্রাণ,
তুঁই, বসন্তের মাতাল হাওয়া
কোকিলের কণ্ঠে গান।
তুঁই, এক চোখের স্বপ্ন
অন্য চোখের অনল,
তুঁই, প্রেমিক মনের সাধনা
অন্তরের দাবানল।
তুঁই, বন্ধু হয়ে কাছে আসিস
শত্রু হয়ে দূরে,
তোরে প্রেমের রাগে  সুর সাধিলে
বাঁজিস করুণ সুরে।
তোকে হাত বাড়িয়ে যায়না ছোঁয়া
মন বাড়িয়ে খুঁজি,
তোকে বাস্তবতায় যায়না পাওয়া
স্বপ্নেই তোর পুঁজি।

১২/৬/২০১৯ সময় ৬:০৪