সেদিন হঠাৎ করেই ইচ্ছে হল চুলগুলো একটু গুছিয়ে নেই।
আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি চোখ দুটোকে বড্ড বেমানান লাগছে,
একটু কাজল পরলে মন্দ হত না।
তোমার চোখে চোখ পরতেই দেখি তুমি মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আছো।
দুষ্টুমির ছলেই কাজল হাতে তোমার দিকে
এগিয়ে গেলাম।
খুব বেশি একটা জোরাজুরি করতে হয়নি। আমাকে অবাক করেই তুমি নীরব রইলে।
এলো চুলগুলো তোমার বুকের উপর ছড়িয়ে দিয়ে তোমার দু'চোখে কাজল পড়িয়ে দিলাম।
কী মায়াবী ওই দুটি চোখ, কাজল যেন আরো মায়াবী করে তুলল,
ও চোখ থেকে চোখ সরাতে পারছিলাম না,
ইচ্ছে করছিলো ওখানেই ডুবে যাই।
নিজেকে হারিয়ে ফেলার ভয়ে সরে যাই কিছুটা দূরে।
নানান কথায় মুখরিত করে ফেলি পুরো ঘর।সেদিন দেখেছি তোমার চোখে অথৈ জল,
সেদিন নিজেকেও সামলাতে পারিনি।
বিশ্বাস কর, সেদিনের পর থেকে আমি আর কাজল পরিনি, আজ কেনো জানি খুব ইচ্ছে করছে দুচোখে কাজল পরতে,
তোমাকে ভেবেই আবার আয়নার সামনে দাঁড়িয়েছি, চোখে কাজল ও পরেছি, কিন্তু কী জানো সেদিনের সৌন্দর্য আর খুঁজে পাইনি।
৬/২/২০১৮ সময় রাত ১১:২৭