খুঁজেছ কী কখনো
অলিতে গলিতে?
খুঁজেছ কী কখনো
রাজপথে চলতে?
কখনো বা ভূমিতে
কখনো বা নীলাকাশে!
কখনো বা আনমনে
কখনো বা ভালোবেসে?
কখনো কী চেয়ে থেকেছ
অপেক্ষার নয়নে?
কখনো কী খুঁজেছ
শয়নে বা স্বপনে?
কোথায় খুঁজেছ তুমি
ছিলাম তো অতি কাছে,
তবু কেন দ্যাখোনি
মন মম এই যাচে।
কোথায় খুঁজবো তোমায়?
অধীর ছিলাম আমি,
বন্ধ চোখ খুলে অবাক হলাম
চোখের সামনে, এইতো তুমি।
২৪/৯/২০১৮ সময় ১২:৩