তোমাকে নিয়ে মনের অজান্তেই নানান রঙের আলপনা এঁকেছি।
একটা হাসি মুখের অবয়ব তুলে ধরার চেষ্টা করেছি।
কিন্তু কি জানো,
আমার চোখের জলেই তোমার ছবিটা কেমন বেদনায় ভারাক্রান্ত লাগে।
আমার কি দোষ বলো তোমার কাল্পনিক চোখের দিকে তাকিয়েই নিজেকে ধরে রাখতে পারিনি আমি, কখন যে চোখ ছলছল হয়েছে বুঝনি।
তোমাকে স্বপ্নে অনুধাবন করি কোন এক নির্জন যায়গাতে তুমি কি জানি ভাবো আনমনা হয়ে, আমি মিশতে চাই তোমার ভাবনায়, তোমার দৃষ্টি থাকে একটু দূরে পুকুরের পদ্মের দিকে।
কি জানি বলে যাও বিড়বিড় করে, কিছু বুঝে ওঠার আগেই আমার স্বপ্ন ভঙ্গ হয়। এখনো জানা হয়নি। তোমার কল্পরাজ্যে কী আমাকেই রাখো নাকি সেথায় অন্য কারো বসতি?
৬/৪/২০১৮ সময় রাত ৪:৩০