ইচ্ছে হলেই ভালোবাসবে
ইচ্ছে হলেই পর করবে..!!
ইচ্ছে হলেই রাখবে কাছে
ইচ্ছে হলেই থাকবে দূরে..!!
ইচ্ছে হলেই রাঙ্গিয়ে দিবে
ইচ্ছে হলেই আঁধারে রাখবে..!!
ইচ্ছে হলেই বুকে নেবে
ইচ্ছে হলেই ছুঁড়ে ফেলবে..!!
ইচ্ছে হলেই ফিরে এসো
ইচ্ছে হলেই হারিয়ে যেয়ো..!!
তোমার হাতের খেলনা আমি
ইচ্ছে হলেই খেলতে পারো..!!
যখন খুশি ভাঙ্গতে পারো
গড়তে পারো মনের মতন..!!
১৯/১/২০১৮ সময় দুপুর ১২:২০